• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শ্রদ্ধা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৪:১৯ পিএম
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করে।

এতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ মুহূর্তের কিছু ছবি আপলোড করে এর ক্যাপশনে লেখা হয়েছে, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।”

এছাড়া বেশ কিছু হ্যাশট্যাগ ওই পোস্টে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে: বাংলাদেশের মুক্তি, মুক্তিযুদ্ধ, মৈত্রী, এই দিনে ১৯৭১, ইতিহাস, ভারত, বাংলাদেশ।

উল্লেখ্য, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শ্রদ্ধা জানানোর বিষয়টি এবারই প্রথম নয়। এর আগেও তারা টুইটারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, বাংলাদেশের বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসসহ বিশেষ বিশেষ দিনে এরকম টুইট করেছিল।

Link copied!