কোরবানির ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবণতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৭:৫৬ পিএম
কোরবানির ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবণতা
ডলার। ফাইল ফটো

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ)। এই ঈদকে ঘিরে ইতোমধ্যে চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, ঈদ উপলক্ষে তারা দেশে স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন। এর ধারাবাহিকতায় চলতি মাসের (মে) প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২০ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৮৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ লাখ ২০ হাজার ডলার এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসে ২০০ কোটি ডলার ছুঁতে পারে দেশের প্রবাসী আয়। মূলত আসন্ন কোরবানিকে ঘিরে বাড়ছে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!