পাকিস্তানে ভারতের হামলা, যা বলল চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৫২ পিএম
পাকিস্তানে ভারতের হামলা, যা বলল চীন
চীন, ভারত ও পাকিস্তানের পতাকা। ফাইল ফটো

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

এ ঘটনার পর বুধবার (৭ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তারা চলমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ এবং উভয় দেশকে শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে জানানো হচ্ছে।

এর আগে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির হয়। এরপর থেকেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত। এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

Link copied!