• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

জ্ঞানবাপী মসজিদে পূজা করতে পারবেন হিন্দুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১১:৫৬ এএম
জ্ঞানবাপী মসজিদে পূজা করতে পারবেন হিন্দুরা
ভারতের উত্তর প্রদেশের বারানসিতে জ্ঞানবাপী মসজিদ। ছবি : সংগৃহীত

 

ভারতের উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা ও আরতি চালিয়ে যেতে পারবেন হিন্দুরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মসজিদ কমিটির আর্জি খারিজ করে এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট।

এর আগে ৩১ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদের ভূগর্ভস্থ কক্ষে হিন্দুদের প্রার্থনা করার অনুমতি দিয়েছিল বারানসি জেলা আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করে মসজিদ কমিটি। সেই রায় ঘোষণার দিন ধার্য হয় সোমবার।

মসজিদটির ভূগর্ভে চারটি ‘তেখানা’ বা সেলার রয়েছে। সেখানে একজন পুরোহিতদের পরিবার বসবাস করছে।

পরিবারের দাবি, ১৯৯৩ সাল পর্যন্ত বংশগত পুরোহিত হিসেবে তাদের পূজা করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তির কারণে তৎকালীন মুলায়ম সিং সরকার পূজার অনুমতি বাতিল করে দেয়।

মসজিদের বেজমেন্টে উপাসনা করার অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন হিন্দুধর্মাবলম্বী। এরপর বেসমেন্টে হিন্দুধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় সেখানকার একটি আদালত।

মসজিদ কমিটির দাবি, সেলারে কোনো মূর্তি নেই। তাই ১৯৯৩ সাল পর্যন্ত সেখানে হিন্দু প্রার্থনা করার কোনো প্রশ্ন আসে না।

 

 

Link copied!