• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫
মানবাধিকার সংগঠনের সংবাদ সম্মেলন

‘গাজায় সরকারি সিদ্ধান্তে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন হচ্ছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৬:১২ পিএম
‘গাজায় সরকারি সিদ্ধান্তে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন হচ্ছে’
ইসরায়েলি বিমান হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের গাজা শহরের আল-শিফা হাসপাতালে আনা হয়েছে। ছবি-এপি

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বেশ কয়েকটি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে মানবাধিকার নেতৃবৃন্দরা বলেন, “যদি গাজায় হামলা বন্ধ না হয়, এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে মানবিক সাহায্যের অনুমতি না দেওয়া হয়, তাহলে আমরা একটি ভয়ংকর রকমের মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করব, যার আলামত ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে।”

এ কথা বলেছেন, ফিলিস্তিনের স্বাধীন মানবাধিকার কমিশনের মহাপরিচালক  ড. আম্মার দোয়াইক। তিনি আরও বলেন, “এখানে রোগ ছড়াতে শুরু করেছে এবং এখানকার সকল শিশুদের দেহে পানিশূন্যতা দেখা দিয়েছে। যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে তা দেখলে আন্তর্জাতিক ও আরব বিশ্বের মানুষ তাদের বিবেক ও নিজেদের সামলাতে পারবে না।”

আল-হক অধিকার গোষ্ঠীর প্রধান শাওয়ান জাবারিন বলেছেন, গাজার পরিস্থিতি ‘গণহত্যার পর্যায়ে’ পৌঁছেছে। বেসামরিক লোকদের হত্যা করার জন্য একটি দেশের সরকারি সিদ্ধান্তে এখানে যুদ্ধাপরাধ হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন হচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার প্রতিবেদক জেনা আল তাহান এর প্রতিবেদন অবলম্বনে। সূত্র-আল জাজিরা।

Link copied!