মিসরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৯:৫৬ এএম
মিসরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন

মিসরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে সোমবার (২ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওগুলোতে দেখা গেছে, সোমবার (২ অক্টোবর) ভোরে ইসমাইলিয়া শহরের পুলিশের নিরাপত্তা ভবন থেকে ধোঁয়া উঠছিল এবং ভবনের সম্মুখভাগটি ধসে পড়েছে।

দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম  খেতে হচ্ছে। কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!