• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

নাগার্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরন, নিহত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০১:৩৫ পিএম
নাগার্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরন, নিহত ২০
ছবি: সংগৃহীত

আজারবাইজানের নাগার্নো-কারাবাখের একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্টেপানাকার্টের প্রধান শহরে সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটা এ দুর্ঘটনায় আহত প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একাধিক ব্যক্তি ‘এখনও গুরুতর অবস্থায়’ রয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে ১৩ টি অজ্ঞাত লাশ পাওয়া গেছে এবং হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে।

জ্বালানি ডিপোর বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

মানবাধিকার ন্যায়পাল গেঘাম স্টেপানিয়ান সোশ্যাল মিডিয়ায় জানান, “জ্বালানী গুদামে বিস্ফোরণের ফলে, আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। অধিকাংশের অবস্থা গুরুতর বা অত্যন্ত গুরুতর। নাগার্নো-কারাবাখের চিকিৎসা ক্ষমতা যথেষ্ট নয়।”

এমন সময়ে এই বিস্ফোরণ হলো যখন ১৩ হাজার ৩৫০ শরণার্থী ছিটমহলটি থেকে আর্মেনিয়ায় প্রবেশ করছেন বলে জানিয়েছে দেশটির সরকার। বিবাদমান নাগার্নো-কারাবাখ অঞ্চলে প্রায় ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয়দের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

গত সপ্তাহে আজারবাইজানের নাগার্নো-কারাবাখ অভিযানের পর থেকে, ইয়েরেভানে আর্মেনিয়ান সরকার যুদ্ধের ফলে গৃহহীনদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর হাজার হাজার মানুষ অঞ্চলটি ছেড়ে চলে গেছে।

Link copied!