• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ফিলিপাইনে ঝড়, বন্যা আর ভূমিধসে নিহত বেড়ে ৭২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ১০:০৪ এএম
ফিলিপাইনে ঝড়, বন্যা আর ভূমিধসে নিহত বেড়ে ৭২

ক্রান্তীয় ঝড় নলগার আঘাতে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। ঝড় ও ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা আর ভূমিধসে মারা গেছেন অন্তত ৭২ জন আহত হয়েছেন ৩৩ জন। নিখোঁজ আছেন আরও ১৪ জন।

এর আগে ৩১ জনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছিল, নিখোঁজ ছিলেন ৯ জন।

আল-জাজিরা জানায়, ঝড়ের কবলে পড়ে সবচেয়ে বির্যস্ত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ। প্রবল ঝড় উপড়ে ফেলেছে বড় বড় গাছ। দুর্যোগের কবলে পড়েছেন প্রায় ৩ লাখ মানুষ।

ঝড়ের কারণে দেশটিতে প্রায় ১৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ সংস্থা।

 

ফিলিপাইনের আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা শুক্রবার (২৮ অক্টোবর) জানান, এই ঝড় ও বন্যার জন্য কেউই প্রস্তত ছিল না। সারারাত বৃষ্টির পর হঠাৎ করে নদীর পানি বাড়তে শুরু করে। সকাল হওয়ার আগেই ডুবে যেতে থাকে ঘর-বাড়ি।

উদ্ধারকর্মীরা রাবারের নৌকায় করে উদ্ধারকাজ চালাচ্ছেন। তারা পানি ও মাটির নিচ থেকে মৃতদেহ টেনে তুলছেন।

বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করলেও ভূমিধসের আতঙ্কে আছেন অনেকে। তবে চলমান বৃষ্টিতে বন্যার পানি আবারো বাড়ার আশঙ্কা আছে।

উদ্ধারকাজে নেমেছে দেশটির সেনাবাহিনীও। দুর্যোগে আটকে পড়া বিভিন্ন এলাকার বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে শত শত ট্রাক নামিয়েছে তারা। এখন পর্যন্ত ৭ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

Link copied!