• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:৫৭ এএম
তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বিবিসি জানিয়েছে, তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কারণে জনগোষ্ঠীর একটা অংশ ভূমিধসের কবলে পড়তে পারে। আফগানিস্তান ও চীন সীমান্তের পূর্বাঞ্চলে আধা স্বায়ত্তশাসিত গোর্নো-বাদাখসান ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে। ছোট পাহাড়ি শহর মারঘোব থেকে গোর্নো-বাদাখসানের দূরত্ব ৬৭ কিলোমিটার।

ভূমিকম্পের ২০ মিনিট পর ৫ মাত্রার ও ৪.৬ মাত্রার পরাঘাত আঘাত হানে। কম জনবহুল অঞ্চলটি পামির পর্বতমালা ও সারেজ হ্রদবেষ্টিত। সারেজ হ্রদটি তাজিকিস্তানের বড় হ্রদগুলোর মধ্যে একটি। ১৯১১ সালে ভূমিকম্পে এই হ্রদের উৎপত্তি।

তাজিকিস্তানে প্রায়ই বন্যা, ভূমিকম্প, ভূমিধস, তুষারধসের ঘটনা ঘটে। ১৫ ফেব্রুয়ারি গোর্নো-বাদাখসানে তুষারধসে নয়জনের মৃত্যু হয়েছে। ওই একই দিনে রাজধানী দুশানবে তুষারধসে একজনের মৃত্যু হয়।

Link copied!