• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৯:৩৯ এএম
৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

ভূমিকম্পে জাপান কেঁপে ওঠার এক দিন পর আজ রোববার পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।

এর আগে স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে জাপানের হোক্কাইডোতে প্রদেশে ৬.১ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে ওঠে। অবশ্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে। 

Link copied!