কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন সেনা কমান্ডারদের বরাতে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববারের মধ্যেই আফগানিস্তানের হামিক কারজাই বিমানবন্দরে এই হামলা হতে পারে বলে জানিয়েছেন বাইডেন। এছাড়াও মার্কিন নাগরিকদের “সম্ভাব্য হুমকির” কারণে বিমানবন্দরের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি জানায়, যুক্তরাজ্যের সেনা, কূটনীতিক ও কর্মকর্তারা কাবুল ত্যাগ করলেও বিমানবন্দরে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় তালেবান ও মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জন নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের আফগান সদস্য, আইএস-কে এই হামলার দায় স্বীকার করেছে।
এ হামলার জবাবে যুক্তরাষ্ট্র শুক্রবার গভীর রাতে আফগানিস্তানে ড্রোন হামলা চালায়। এতে দুই শীর্ষ আইএস-কে জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়।





































