• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

টিকা না নেওয়া কর্মীদের ছাটাই করল সিএনএন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৪:৫৪ পিএম
টিকা না নেওয়া কর্মীদের ছাটাই করল সিএনএন

টিকা না নিয়ে অফিসে আসায় কর্মীদের বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রে সব প্রতিষ্ঠানে কর্মীদের টিকাদান বাধ্যতামূলক। তবে ভ্যাকসিন আইন লঙ্ঘনের দায়ে এই প্রথম কোন প্রতিষ্ঠান কর্মী ছাটাই করল। খবরে বলা হয়, করোনা টিকা না নিয়ে অফিসে প্রবেশের দায়ে তিন কর্মচারীকে বরখাস্ত করেছে সিএনএন।

ফেসবুক ও গুগলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো আগামী মাস থেকে অফিস কার্যক্রম শুরু করেছে। আর তাই সব কর্মীদেরই টিকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কোম্পানির একটি নথিতে কর্মীদের বরখাস্তের কথা উল্লেখ করেন সিএনএন প্রধান জেফ জুকার। এতে উল্লেখ করা হয়, একসঙ্গে কাজ করা ক্ষেত্রে অফিসে বাকি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সবার টিকা দেওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মে মাসে কর্মস্থলে সকল কর্মীদের ব্যক্তিগতভাবে করোনা টিকা নিতে নির্দেশ জারি করে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির প্রধান এয়ারলাইন্স কোম্পানি ডেল্টা ও ইউনাইটেড এয়ারলাইন্সে কর্মীদের অফিসে প্রবেশের জন্যেও টিকা কার্ড দেখানো বাধ্যতামূলক।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!