• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

গাজা যুদ্ধে ১২,৫০০ ইসরায়েলি সেনা বিকলাঙ্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০২:৩১ পিএম
গাজা যুদ্ধে ১২,৫০০ ইসরায়েলি সেনা বিকলাঙ্গ
আহত সহযোদ্ধাকে নিয়ে যাচ্ছে সঙ্গীরা। ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা বিকলাঙ্গ হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যমটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের এক প্রতিরোধ যোদ্ধা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বুলডোজারকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল।এতে আঘাতপ্রাপ্ত হওয়া সেই ইসরায়েলি সৈনিক জোনাথন বেন হামুর পা কেটে ফেলা হয়েছিল। এর মাধ্যমে গাজা যুদ্ধে আহত হওয়ার কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া ইসরায়েলি সৈন্যদের সেই তালিকায় তিনিও নাম লেখালেন। 

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের সৈনিক পুনর্বাসন কেন্দ্রগুলো এখন বিকলাঙ্গ সৈনিকে ভরে গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। ওই দিন থেকেই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। মাঝখানে একবার যুদ্ধবিরতি হলেও তা স্থায়ী হিয়নি। ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয় ৫৫ হাজার।

অপরদিকে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলায় ১৪শ ইসরায়েলি নিহত হয়। জিম্মি করা হয় ২৪৯ ইসরায়েলিকে।

সূত্র-আল-জাজিরা।

Link copied!