কাতারে ইরানের হামলায় যা বলল সৌদি আরব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১০:০৪ এএম
কাতারে ইরানের হামলায় যা বলল সৌদি আরব
ছবি : সংগৃহীত

কাতারে মার্কিন ঘাঁটি আল-উদেইদে ইরানের পাল্টা হামলার ঘটনায় সৌদি আরব তীব্র নিন্দা জানিয়েছে। একে ‘আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আমরা এই হামলাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাই।’ ইরান কাতারে মার্কিন সেনাদের লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করে তারা।

কাতারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে সৌদি আরব বিবৃতিতে জানায়, ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের পাশে সৌদি আরব সম্পূর্ণরূপে রয়েছে। তাদের নেওয়া সব প্রতিরক্ষা পদক্ষেপে আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সহায়তা করব।

ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তেজিত করে তুলেছে। এরই মধ্যে কাতার, কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!