• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

ইরান থেকে নতুন করে হামলা শুরু, ইসরায়েলে সতর্কতা সাইরেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৯:৫৫ পিএম
ইরান থেকে নতুন করে হামলা শুরু, ইসরায়েলে সতর্কতা সাইরেন

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রোববার (১৫ জুন) হামলার অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিস।

এদিকে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইডিএফের কর্মকর্তারা। তবে, নতুন এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে শনিবার (১৪ জুন) রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। 

Link copied!