ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্রটি দেশটির বেন গুরিওন বিমানবন্দরের কাছে আঘাত হানে।
রোববার (৪ মে) ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এছাড়া বিমানবন্দরে রয়টার্সের একজন প্রতিবেদক সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন।
এদিকে, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন পুরুষ এবং একজন নারী সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার ধারে আছড়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে রাস্তাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।










-20251029103315.jpeg)























