• ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

ঈদের তারিখ জানালেন মিসরের জ্যোতির্বিজ্ঞানীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০১:১৩ পিএম
ঈদের তারিখ জানালেন মিসরের জ্যোতির্বিজ্ঞানীরা
ছবি : সংগৃহীত

আগামী ৩০ মার্চ এ বছরের ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিসরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি, যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়।

এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে।

এর ভিত্তিতে ৩০ মার্চকে মিসরে ঈদের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’ প্রদান করবে, যারা ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে।

মিসর সরকার নিশ্চিত করেছে যে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকবে তিন দিন—৩০ মার্চ রোববার থেকে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত।

এদিকে ঈদুল ফিতরে ৯ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Link copied!