• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মন্দিরের ভেতর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:৪৭ পিএম
মন্দিরের ভেতর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের আসামে দুর্গামন্দিরের ভেতরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

ভারতের আনন্দবাজার জানায়, এখনও কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। আসামের গুয়াহাটির বোরাগাওঁ এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, নভেম্বরে উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভেতরে ওই কিশোরীকে সংঘধর্ষণ করা হয়। মোট নয়জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে এর ভিডিও ভাইরাল হয়েছে।

প্রাথমিক তদন্তের পর তিনজনকে গ্রেপ্তারও করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের শনাক্ত করেন তদন্তকারীরা।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর বোরাগাওঁয়ের রাস উৎসবে দুর্গামন্দিরে গিয়েছিল ওই কিশোরী। সেসময় তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা ধর্ষণের ভিডিও রেকর্ড করেন। তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সমাজমাধ্যমে।

গুয়াহাটি পশ্চিমের ডিসিপি পদ্মনাভ বড়ুয়া জানান, ধর্ষণের শিকার কিশোরীর খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে তাকে সপ্তাহখানেক আগে প্রকাশ্যে দেখা গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এক অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!