• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

শিয়া মসজিদে আইএস হামলায় নিহত বেড়ে ৪৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০২:৫০ পিএম
শিয়া মসজিদে আইএস হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় মসজিদে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট, আইএসের স্থানীয় দলা আইএস-কে। শুক্রবার কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আহত হয়েছে আরও অন্তত ৭০ জন।

আল-জাজিরা জানায়, আইএসের সংবাদমাধ্যম ‘আমাকে’ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠীটির এক মুখপত্র। একইসঙ্গে ৮ অক্টোবর জুমার নামাজের সময় কুন্দুজের আরেকটি শিয়া মসজিদে হামলারও দায় স্বীকার করে তারা।

আইএস-কে এর বিবৃতিতে উল্লেখ করা হয়, মসজিদের প্রবেশপথে ও মাঝখানে দুইজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান স্থানীয় এক তালেবান কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের প্রবেশ পথ, দক্ষিণ দিকের হলরুম ও ওযুর স্থানে তিনটি বিস্ফোরণ শুনতে পান তারা। বিবি ফাতিমা মসজিদে প্রায় ৫০০ মুসল্লি নামাজ পড়েন বলে জানান তারা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খোসতি কান্দাহারর হামলায় শোক প্রকাশ করে টুইট করেছেন। আগস্টের শেষে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটিই আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।

Link copied!