• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

রানির মতো পোশাক পরায় দুই বছরের জেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:২৭ পিএম
রানির মতো পোশাক পরায় দুই বছরের জেল

রাজতন্ত্রের অবমাননা করার দায়ে থাইল্যান্ডের এক অধিকারকর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের শুনানিতে বলা হয়, ২৫ বছর বয়সী জাতুপর্ন সায়ওয়েং থাইল্যান্ডের রানির মতো পোশাক পরায় তাঁর অসম্মান হয়েছে।

বিবিসি জানায়, ২০২০ সালে রাজধানী ব্যাংককের এক রাজনৈতিক বিক্ষোভে জাতুপর্ন গোলাপি রঙের একটি পোশাক পরেছিলেন, যা রানি সুথিদার একটি পোশাকের সঙ্গে অনেকটাই মিলে যায়।

তবে রাজপরিবারকে অসম্মানের অভিযোগ অস্বীকার করেন জাতুপর্ন। তার দাবি, তিনি কেবল থাইল্যান্ডের একটি ঐতিহ্যবাহী পোশাকই পরেছিলেন।

কঠোর আইনের কারণে থাইল্যান্ডের রাজতন্ত্র বরাবরই কুখ্যাত। সেখানে রাজা বা রাজপরিবারের সব ধরনের সমালোচনা আইনত নিষিদ্ধ।

২০১৯ সালে রাজা মহা ভাজিরালংকর্ন সিংহাসনে আরোহণের পর থেকে আরও কঠোর হয়েছে প্রশাসন। ক্ষমতাশালী রাজতন্ত্রের সংস্কারের দাবিতে চলমান মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতিবাদ আন্দোলন বন্ধ করার জন্য কর্তৃপক্ষ নানা আইন প্রয়োগ করছে।

বেসরকারি তথ্যমতে, ২০২০ সালের নভেম্বর থেকে ৩ বছরে অন্তত ২১০ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Link copied!