• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিশ্বের প্রতি ৩টি গাছের ১টি প্রজাতি বিলুপ্তপ্রায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৫:৩৬ পিএম
বিশ্বের প্রতি ৩টি গাছের ১টি প্রজাতি বিলুপ্তপ্রায়

বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ গাছের প্রজাতি বিলুপ্তির মুখে পড়েছে। বেসরকারি সংস্থা বোটানিক গার্ডেনস কনজারভেশন ইন্টারন্যাশনালের (বিজিসিআই) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, পৃথিবীতে প্রায় ১৭ হাজার ৫০০ প্রজাতির গাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। যা এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া প্রজাতির প্রায় ৩০ শতাংশ।

এমনকি ঝুঁকিতে থাকা ৪৪০টি প্রজাতির মাত্র ৫০টি করে গাছ বেঁচে আছে। প্রতিনিয়ত বিলুপ্তিপ্রায় হয়ে যাচ্ছে শত শত প্রজাতির উদ্ভিদ। স্তন্যপায়ী প্রাণী, উভচর, পাখি, কিংবা সরীসৃপের তুলনায় উদ্ভিদ প্রজাতি হুমকির মুখে থাকা প্রজাতির সংখ্যা প্রায় দ্বিগুণ।

এক বিবৃতিতে বিজিসিআই মহাসচিব পল স্মিথ বলেন, “গাছ বাঁচানোর এই প্রতিবেদন সতর্কবার্তাস্বরূপ।”

আল-জাজিরা জানায়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ গাছের মধ্যে রয়েছে ম্যাগনোলিয়াস ও ডিপটেরোকার্পসসহ বেশ কিছু প্রজাতি। সাধারণত দক্ষিণ-পূর্ব এশীয় উপকূলীয় বনে এসব গাছ দেখতে পাওয়া যায়। এছাড়াও ওক গাছ, ম্যাপেল গাছ ও ইবোনি গাছও হুমকির সম্মুখীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বিশ্বের ছয়টি দেশে সর্বোচ্চ সংখ্যক প্রজাতির গাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র ব্রাজিলেই ১ হাজার ৭৮৮টি প্রজাতি বিলুপ্তির সম্মুখীন। শীর্ষ ছয় দেশের মধ্যে আরও আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা।

প্রধান তিনটি কারণেই গাছের প্রজাতিরা হুমকির সম্মুখীন হচ্ছে। ফসল উৎপাদন, গাছ কাটা ও পশুপালনের প্রভাবেই গাছের সংখ্যা কমছে।

Link copied!