• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে চীন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:৫৯ পিএম
পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে চীন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নতুন করে পারমাণবিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুদ করছে চীন। দেশটির পারমাণবিক সক্ষমতা বাড়ানোর এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন বিজ্ঞানীরা।

ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) এর প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, স্যাটেলাইট থেকে ধারণকৃত পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের ছবিতে দেখা যাচ্ছে এ অঞ্চলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্র তৈরি করেছে চীন সরকার। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।

গত দুই মাসের মধ্যে এটি চীনের নির্মাণাধীন দ্বিতীয় নতুন পরমাণু ক্ষেত্র বলে জানা গেছে। স্যাটেলাইটের ছবিতে মাটির নিচে ক্ষেপণাস্ত্র তৈরি ও সংরক্ষণ জন্য ব্যবহৃত ১১০ টি ‘সিলো’ দেখা গেছে।

এর আগে গত মাসে ওয়াশিংটন পোস্ট জানায়, গানসু প্রদেশের ইউয়েনের মরুভূমিতেও ১২০টি সিলো তৈরি করেছে চীন। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় বসার প্রস্তুতি নেওয়ার সময়েই চীনের পরমাণু কর্মসূচীর খবর প্রকাশ পেল।

২০২০ সালেও চীন তার পারমাণবিক ক্ষেপনাস্ত্রের মজুদ দ্বিগুণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পেন্টাগন।

Link copied!