আফগানিস্তানে প্রতিদিনই বাড়ছে তালেবানের আধিপত্য। সার-ই-পোল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান, পুল-ই-খুমরি, ফারাহ, জারঞ্জ ও ফৈজাবাদ শহরসহ নয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে বিদ্রোহীরা।
বিদেশি সেনা প্রত্যাহার শুরুর সঙ্গে পাল্লা দিয়েই অভিযান জোরদার করে তালেবান। আল-জাজিরা জানায়, এর মধ্যে গতকাল পর্যন্ত পাঁচ দিনেই আটটি প্রাদেশিক রাজধানীর দখলে নেয় দলটি।
মে মাসে ধারাবাহিক আক্রমণের মাধ্যমে সীমান্ত এলাকাসহ বিস্তীর্ণ গ্রমাঞ্চলের দখল নিয়েছে তালেবান। দেশের প্রায় সব অঞ্চলেই তালেবানের তৎপরতা বেড়েছে।
মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহর দখল করে তালেবান যোদ্ধারা। একই দিন তালেবানের সঙ্গে যুদ্ধে উত্তরাঞ্চলীয় বাঘলাম প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি শহরেরও নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী।
এর আগে গত শুক্রবার নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জের দখল নেয় তারা। ৩৪টি প্রদেশের মধ্যে আটটির রাজধানীই এখন তালেবানের নিয়ন্ত্রণে।






































