• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল সৌদি আরব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:৩৫ পিএম
পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল সৌদি আরব

করোনাকালীন সতর্কতা তুলে নিয়ে পর্যটকদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি সরকার জানায়, করোনা টিকা সব ডোজ নেওয়া থাকলেই প্রবেশাধিকার পাবেন পর্যটকরা। তবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না কাউকে। আর দেশ ত্যাগের ৭২ ঘণ্টা আগে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে পর্যটকদের।

২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর প্রায় দেড় বছর পর বিদেশি পর্যটকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখে সৌদি। যদিও সীমান্ত খুলে দিলেও স্বাস্থ্যবিধি মেনেই দেশেটিতে প্রবেশ করতে হবে পর্যটকদের।

সৌদি পর্যটন মন্ত্রণালয় জানায়, সব শর্ত মেনে আগামী ১ আগস্ট থেকে বিদেশি পর্যটকরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার ও জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার এক ডোজ নেওয়া থাকলেও দেশটিতে প্রবেশ করা যাবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!