দাবানলের শোক কাটিয়ে ওঠার আগেই তুরস্কের উপকূলে আঘাত হানল বন্যা। বুধবার থেকে টানা বৃষ্টিতে কৃষ্ণ সাগরের উপকূলের নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে।
রবিবার পর্যন্ত বন্যায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। বিবিসি জানায়, গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে ইজিন নদীর তীর প্লাবিত হয়ে ডুবে গেছে তীরবর্তী এলাকাগুলো।
আকস্মিক বন্যায় বোজকুর্ট শহরের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাস্তামনু প্রদেশ।
আগস্টের শুরুতেই তুরস্ককের দক্ষিণাঞ্চলে দাবানলের পুড়ে যায় বিস্তীর্ণ বনাঞ্চল। শনিবার অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে আটজনের মৃত্যু হয়।
বন্যায় কাসতামোনু প্রদেশে ৬২ জন ও সিনোপে ১৪ জন নিখোঁজ রয়েছে। আক্রান্ত এলাকায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু এসব তথ্য জানান। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাদ কুরুম ও জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেজ।