• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

দাবদাহ আর দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৪০ পিএম
দাবদাহ আর দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলে দাবদাহের কারণে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন এলাকায় রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। একইসঙ্গে দাবানলেও পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল।

দাবানলের ক্ষয়ক্ষতি কমাতে মাঠে রয়েছে দমকল বাহিনী। প্রাণহানির আগেই সরে যেতে বলা হয়েছে স্থানীয়দের।

ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি বিদ্যুতের লাইন দাবানলে বিকল হয়ে যাওয়ায় স্থানীয়দের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার অ্যারিজোনায় দাবানল থেকে স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে দুজন দমকলকর্মী মারা যায়।

এক দিন নেভাদা ও লাস ভেগাসে সর্বকালের সর্বোচ্চ ৪৭ দশমিক ২ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রশান্ত মহাসাগর উপকূলের অধিকাংশ এলাকাতেই তাপমাত্রা চরমে পৌঁছেছে। প্রচণ্ড তাপের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু সড়কে চলাচলও বন্ধ রাখা হয়।

কানাডার পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!