• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

কঙ্গোতে সড়কে পুড়ে মরল ৩৩ বাসযাত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১২:০৬ পিএম
কঙ্গোতে সড়কে পুড়ে মরল ৩৩ বাসযাত্রী

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) পুলিশ জানায়, একটি জ্বালানিবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান অ্যান্টোইন পুলুলু এএফপিকে জানান, শনিবার রাতে রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই গাড়ির সংঘর্ষের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান যাত্রীরা।

পুলিশের আরেকটি সূত্র জানায়, অধিকাংশ মরদেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফলে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া বাকিদের দেহাবশেষ সোমবার দাফন করা হয়েছে।

কঙ্গোতে প্রায়ই ত্রুটিপূর্ণ যানবাহন, সড়কের বেহাল দশা আর প্রশিক্ষণহীন চালকদের কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। অক্টোবর ২০১৮ সালে কিনশাসার আরেকটি প্রধান সড়কে তেল ট্যাংকার বিস্ফোরণে ৫৩ জনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!