• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ভালোবাসার অপরাধ


অভি দে
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০১:২১ পিএম
ভালোবাসার অপরাধ

ভালোবাসা কি একটা জিনিস, তাই না? ভালোবাসা দিয়ে একজনকেই দিনশেষে কাঁদতে হয়, একা থাকতে হয়। কিছু ভালোলাগা আর কিছু মায়ার জন্যই মানুষ তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা করে থাকে। ভালোবাসা যেমন ভালো, তেমনি মন্দও। কেউ একটু ভালোবাসার জন্য সারারাত নিরবে কাঁদতে থাকে। আবার কিছু মানুষ ভালোবাসা নিয়ে ছেলেখেলা করে যায়। ভালোবেসে তাহলে লাভ কী, যদি দিনশেষে একজনকেই দাফন হতে হয়। 

একজন তো সহজেই বলে দিতে পারে, ‘ও আমার কিছুই ছিল না’। কিন্তু অন্যজন কখনো তার ভালোবাসার মানুষটিকে অস্বীকার করতে পারবে না। তবে ওই সম্পর্কে ইতিহাস সাক্ষী হয়ে থাকে কোনো একজনই। সে তার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারে না। কিন্তু অন্যজন তা সহজেই ভুলে যায়, ‘তাই তো আমি বলি, তুমি এত সহজে ভুলতে পারো’। হয়তো সে এখন অন্য কারো। কিছু আজও সে আমার খুব প্রিয় মানুষ। যাকে নিয়ে সারাজীবন থাকার কথা ছিল। কিন্তু সে আজ আর নেই। তাই তো আমি বলি, ‘আজ আমি ছন্নছাড়া, দিশেহারা’। তাই তো লুকিয়ে মরি। সে তো তার মতো ঠিকই চলে গেল। কিন্তু তার প্রতি মায়ার দায় রেখে গেছে। ভালোবাসা মানেই মায়া। আর এই মায়ায় আটকে পরলেই অপরাধ।

তাহলে কি ভালোবাসাই অপরাধ!

Link copied!