• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্বগতোক্তির স্তূপ


অভিজিৎ চক্রবর্তী
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৬:০৭ পিএম
স্বগতোক্তির স্তূপ

এখানে বন্দুকের নলে বসে লেখা হয় বাংলা কবিতা
এখানে দশকান্তিক দাঙ্গায় ডেকে নেয় কবিকে কমঠ
প্রেম-পদ্যে নায়িকারা শুভ্র সেবিকা, দক্ষ মনোবিদ
হৃদয়ক্ষতে বিলি কেটে সান্ধ্য নির্জন কাটে শুশ্রূষায়,
বেঠোফেন নয়, আশ্লেষ-আবহে বাজে মিলিটারি বুট।

পারস্পরিক অবিশ্বাস ধুয়ে মুছে শুকোতে শুকোতে
বেলা যায়। ভেরী হয়ে, তুর্য হয়ে বাজা হয় না আর।

জাদুকরী নিসর্গ ঢেকে যায় বিস্ফোরিত ধোঁয়ার বাস্তবে
তাল কেটে গেছে, ভুল ছন্দে মাত্রাসাম্য ভুলেছে সময়।
আলো ও আলপনাহীন আমাদের যাবতীয় লেখালিখি
এই স্বগতোক্তির স্তূপে বৃথাই খুঁজছো তুমি কবিতাসুষমা!

Link copied!