• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

তেল-কথন


মো. এনামুল হক এনাম
প্রকাশিত: জুন ২, ২০২২, ০২:৪২ পিএম
তেল-কথন

তেল তুমি পাটিগণিতের বানর ও তৈলাক্ত বাঁশের জটিলাংক
তেল তুমি পাগলা ঘোড়ার দাপুটে দৌড়; চক্রবৃদ্ধি সুদের কলঙ্ক।
তেল তুমি অধরা, পা ফেলা যায় না—উঠানে জমে থাকা পিচ্ছিল শ্যাওলা
তেল তুমি ক্রয় ক্ষমতার বাইরে গলায় আটকে যাওয়া কাটা, দগদগে ঘাঁ।
তেল তুমি বাঁধনহারা; কোনো বাঁধনেই যায় না বাঁধা, তুমি অমানবিক, মমতা ছাড়া 
তেল তুমি থাকো না স্থির, নও এক আসনে আসীন, তুমি ঘাউড়া, ঘাড় ত্যাড়া।
তেল তুমি উচ্চাভিলাষী, স্বপ্ন তোমার গগনচুম্বী; পদতলে পিষে যাও, করে যাও ফাইন
তেল তুমি মানো না কো রাজা, মহারাজা বৃদ্ধাঙ্গুল দেখাও— চূর্ণ করো সব আইন।

Link copied!