• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাসিত দুঃখগুলো


সিদ্ধার্থ অভিজিৎ
প্রকাশিত: মে ১২, ২০২২, ০১:১৮ পিএম
নির্বাসিত দুঃখগুলো

আমাদের নির্বাসিত দুঃখগুলোর
স্বহৃদ প্রত্যাবর্তন ঘটছে। কার্যত, জিলাপির
মতো আমরা; বাঁশির আর্দ্রতায় ভেজা রাত
রাবীন্দ্রিক মহুয়ায় বুঁদ।

প্রত্যাবর্তনিক ইন্টারভিউ সন্ধ্যায় 
বিদূষকমণ্ডলীর ন্যায় পাঠ শুনলাম এবং
রাতান্তে টিউশন মাস্টারের মতো পাংচ্যুয়াল সূর্যটা
শিস দিয়ে গেল প্রত্যাগত দুঃখগুলোর সংবর্ধনা 
সভায়। আমরা ভাগ করে নিলাম উত্তরীয়, ক্রেস্ট 
ইত্যাকার উপহার।

দুঃখগুলো এবার স্বদেশেই নির্বাসিত হলো সুবোধের মতো...

Link copied!