• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

শিমুল ফিরে আসেনি


রাজীব কুমার দাশ
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ১২:২৯ পিএম
শিমুল ফিরে আসেনি

পাশে থাকার লাঠি-লজেন্স
দেখিয়ে শিমুল আমার
জীবনে এসেছিল;

জিজ্ঞেস করেছিলাম
শিমুল কেন আসতে চাও?
বাঁধনহারা জীবনে

চোরাগোপ্তা একগাল গেরিলা হাসিতে শিমুল বলেছিল—
‘ভালোবাসার একটি স্হায়ী ঠিকানা
দিয়ে নতুন জীবন গড়ে দেবো তোমায়।’
চতুষ্পদ সরীসৃপ সহজ-সরল মনে
আমিও শিমুলকে বিশ্বাস
করেছিলাম।

হৃদয়ের পাখিটাও শিমুলকে বিশ্বাস
করেছিল
শিমুলের ঘ্রাণে পাখিটা উড়তে উড়তে
একদিন শিমুলের কাছে ভালোবাসার খাঁচা
চাইলো।

পাখিটা খাঁচায় ভরে সেই যে শিমুল গেল
আর ফিরে আসেনি

আমি কী শিমুলকে ভালোবেসে
বিশ্বাস করে
ভুল করেছিলাম।

Link copied!