• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

আঁচিল না, ওয়ার্টস? কীভাবে বুঝবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১২:২৯ পিএম
আঁচিল না, ওয়ার্টস? কীভাবে বুঝবেন

ইংরেজি Warts (ওয়ার্টস) শব্দটির আভিধানিক অর্থ ‘আঁচিল’। তবে মূলত এই দুটির মধ্যে ভিন্নতা রয়েছে। ত্বকের ওপরে অতিরিক্ত অংশকেই নির্দেশ করে এই দুটি। কিন্তু আকৃতি বা ধরনগত দিক থেকে এদের পার্থক্য রয়েছে কিছুটা। যা দেখে আপনাকে বুঝে নিতে হবে এটা আঁচিল না, ওয়ার্টস। সেই ধরন দেখেই উপযুক্ত চিকিৎসা নিতে হবে। 

আঁচিল ও ওয়ার্টসের মধ্যে যেসব পার্থক্য লক্ষ্য করা যায়

  • সাধারণত আঁচিলের তল মসৃণ ও নমনীয় হয়। আর ওয়ার্টসের ওপরের ত্বক রুক্ষ এবং অনমনীয় হয়।
  • আঁচিল গাঁটযুক্ত এবং ত্বকের সঙ্গে ঝুলে থাকে। অন্যদিকে ওয়ার্টস ত্বক থেকে সামান্য উঁচু কিংবা সমতল হয়।
  • আঁচিল সংক্রামক নয়। এটি ত্বকের অন্য স্থানে ছড়ায় না। অন্যদিকে ওয়ার্টস সহজে ত্বকে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে।
  • আঁচিল ত্বকে ঘর্ষণের ফলে হতে পারে। মেয়েরা অলংকার পড়লে সেখানে আঁচিল হওয়ার সম্ভাবনা থাকে। ত্বকে ঘর্ষণের ফলে কোষ গুলো শিথিল হয়। ত্বকে ইলাস্টিনের ঘাটতির জন্যও এটা হতে পারে। নিয়মিত ত্বকের একই স্থানে ঘর্ষণের ফলে আঁচিল হতে পারে। অন্যদিকে ওয়ার্টস শরীরের বিভিন্ন অংশে হতে পারে। এটি ত্বকের ওপর এককভাবে অথবা দলবদ্ধভাবে বা থোকায় প্রকাশ পেতে পারে, যা ত্বকের বড় অংশকে ঢেকে দিতে পারে।
  • আঁচিল একবার অপসারণের পর আবারও হবে না। তবে যাদের আঁচিল হওয়ার হার বেশি থাকে। তাদের ক্ষেত্রে আঁচিল হতেই পারে। কিন্তু সেটা অপসারণের জন্য হচ্ছে বলে মনে করলে তা ভুল ধারণা। ওয়ার্টস ত্বকে একাধিকবার হতে পারে।

 আঁচিল নিয়ে কিছু সতর্কতা

ত্বকে আঁচিল হলে কখনোই ঘরে নিজে নিজে তা অপসারণ করতে যাবেন না। এতে সংক্রমণ হতে পারে। এমনকি আঁচিল না হয়ে তা অন্য কিছু হলে,ইনফেকশন বা রক্তপাত হতে পারে। এমনকি তা থেকে ক্যানসারও হতে পারে। ইউটিউব ভিডিও দেখে বা ঘরোয়া পদ্ধতিতে আঁচিল অপসারণ করবেন না। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।

Link copied!