• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭
শাকিব খান

‘গত ১১ বছরে শেখা-উত্থান-পতন, প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:২০ পিএম
‘গত ১১ বছরে শেখা-উত্থান-পতন, প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে’
শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালেন সুপারস্টার শাকিব খান। ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে তিনি নিজের দীর্ঘ ২৬ বছরের বন্ধুর পথচলার স্মৃতিচারণ করেছেন। এই যাত্রায় প্রতিটি ভুল ও ব্যর্থতা থেকে শেখার কথাই তিনি তুলে ধরলেন ভক্তদের সামনে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে শাকিব খান এক আবেগঘন বার্তায় লেখেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতন—প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।’

প্রায় দুই দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা শাকিব খানের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।’

নিজের পথচলাকে নির্ভুল না বললেও প্রতিটি পদক্ষেপকে ‘মূল্যবান’ বলে মনে করেন এই সুপারস্টার। তিনি লেখেন, ‘এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।’

Link copied!