• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা, পাত্রকে মানতে হবে একটা শর্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৫:০০ পিএম
বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা, পাত্রকে মানতে হবে একটা শর্ত

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমান অভিনয়ে অনিয়মিত তবে অনুরাগীদের আলোচনায় এখনও প্রাসঙ্গিক তিনি। এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রীর জীবনে একাধিক পুরুষ এসেছে। খেলোয়াড় থেকে শুরু করে হাঁটুর বয়সি মডেল- অনেকেই রয়েছেন সেই তালিকায়। 

বয়স পঞ্চাশ পার হলেও অবিবাহিত রয়েছেন এই অভিনেত্রী। এবার জানা গেল বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা। তবে পাত্রকে মানতে হবে একটা শর্ত- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি বলেন অভিনেত্রী। 

সাবেক বিশ্বসুন্দরীর ভাষ্য, ‘আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।’  

সুস্মিতা আরও বললেন, ‘শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।’

নিজের প্রেমের ব্যাপারে কখনও রাখঢাক করেননি সুস্মিতা। যখন যার সঙ্গে হৃদয়ের সম্পর্কে জড়িয়েছেন তখন সেটা প্রকাশ করেছেন। সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। সম্প্রতি পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে। 

অভিনেত্রী সবশেষ দেখা গিয়েছিল ‘আরিয়া’ সিরিজে। রাম মাধবানি পরিচালিত ‘আরিয়া: অন্তিম বার’সিরিজে সুস্মিতা ছাড়াও অভিনয় করেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি, আরুষি বাজাজ প্রমুখ।  

Link copied!