• ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

মিঠুন-শ্রীদেবীর প্রেম কেন ভেঙেছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৫:০৫ পিএম
মিঠুন-শ্রীদেবীর প্রেম কেন ভেঙেছিল
মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর প্রেমের কথা সবার জানা। গুঞ্জন আছে শ্রীদেবীকে নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন মিঠুন। প্রেমের গুঞ্জনে সংবাদের শিরোনামে হয়েছে বহুবার। তবে সম্পর্ক নিয়ে দুজনের কেউ টুঁ শব্দটি করেননি। অনুরাগীদের প্রশ্ন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক করণ রাজদান জানিয়েছেন, ঠিক কী কারণে শ্রীদেবী ও মিঠুনের সম্পর্ক ভেঙেছিল। করণ বলেন, ‘মিঠুন খুব শান্ত স্বভাবের মানুষ খুবই আবেগপ্রবণ। মিঠুনের সঙ্গে নানা কারণে শ্রীদেবীর ঝগড়া লেগেই থাকত। দুজন চিৎকার করে ঝগড়া করতেন। তাদের বাড়িতে গিয়ে দেখেছি, বন্ধ ঘরে সারা রাত ধরে ঝগড়া করতেন।’ 

মিঠুন ও শ্রীদেবী। আইএমডিবি

এরপর তিনি যোগ করেন, ‘রাতভর ঝগড়া পরের দিন সকালে দুজনেই শুটিংয়ে যেতেন এমনভাবে, যেন কিছুই ঘটেনি। তবে এই ঝগড়া প্রতিদিনেই হতো। ঝগড়ার কারণেই হয়তো তাদের সম্পর্কটা টিকল না। তবে দুজন দুজনকে খুব ভালোবাসতেন।’

১৯৯৬ সালে অভিনেতা বনি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী। বিয়ের এক বছর পর ঘর আলো করে জন্ম নেন জাহ্নবী কাপুর। ২০০০ সালে শ্রীদেবী-বনি দম্পতির ঘরে জন্ম নেন খুশি কাপুর। 

মিঠুন ও শ্রীদেবী। আইএমডিবি

অভিনেত্রী হেলেনা লিউকে১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। তাদের বৈবাহিক সম্পর্ক মাত্র চার মাস স্থায়ী হয়েছিল। মিঠুন-হেলেনার বিচ্ছেদের পর একই বছরে, ১৯৭৯ সালে যোগিতা বালির সঙ্গে বিবাহ করেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে।

Link copied!