• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

একসঙ্গে রাজের সাবেক ও বর্তমান, চুমু খেলেন একে-অপরকে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:২৪ পিএম
একসঙ্গে রাজের সাবেক ও বর্তমান, চুমু খেলেন একে-অপরকে!

এবার এক অনন্য মুহূর্ত উপহার দিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী- মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। একজন রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা, অন্যজন বর্তমান স্ত্রী। সব কানাঘুষোকে পিছনে ফেলে, তারা একসঙ্গে ধরা দিলেন এক ফ্রেমে।

রাজকে ভুলে দুই সুন্দরী ডুবলেন ব্র্যোম্যান্সে। মিমির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল শুভশ্রীর গলায়, এদিকে রাজের স্ত্রীর গালে আনন্দে চুমু খেলেন তার প্রাক্তন। ঘটনাটি ঘটেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। মেকআপ ভ্যানে তোলা একটি রিল ইতোমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে শুভশ্রীকে বলতে শোনা গেছে, ‘বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।’ 

শুভশ্রীর মন্তব্যের পর মিমি আবার আবেগপ্রবণ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে অভিনেত্রীর গালে চুমু খান। এই দৃশ্য দেখে অবাক নেটপাড়া। ভিডিওটি দেখে অনেকে মন্তব্য করেছেন, একটা সময়ে রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট, আর আজ প্রাক্তন প্রেমিকের স্ত্রী শুভশ্রীর সঙ্গে এমন রসায়ন?

তবে এর আগে এক ফ্রেমে কখনও দেখা যায়নি মিমি-শুভশ্রীকে। একবার একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করলেও, তখনও শুটিং হয়েছিল আলাদা আলাদা। কিন্তু এবার সব দূরত্ব পেরিয়ে, দুর্গাপুজার স্পেশ্যাল শুটে একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তারা— একই কোম্পানির হয়ে ধরা দিলেন এক ফ্রেমে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!