• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

লুকানো বাবাদের নিয়ে কথা বলাই উচিত না: জ্যোতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:০৮ পিএম
লুকানো বাবাদের নিয়ে কথা বলাই উচিত না: জ্যোতি

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা বুবলী। এই নিয়ে চলছে আলোচনা- সমালোচনা। এর ধারাবাহিকতায় কারো নাম উল্লেখ না করলেও বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি।”

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এই অভিনেত্রী আরও লেখেন, “জানি না এরা কী ধরনের পারসোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসেনা! আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!”

এদিকে সিনেমায় ক্যারিয়ার গড়ায় মনযোগী জ্যোতিকা জ্যোতি। তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। করোনার আগেই দুটি সিনেমার কাজ শেষ করেছিলেন এই অভিনেত্রী। এগুলো হলো- নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ এবং হোসনে মোবারক রুমীর পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে।

এছাড়া কিছু দিন আগে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Link copied!