• ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৬

মাদক সেবনের কথা স্বীকার করলেন শাহরুখপুত্র আরিয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৫:১১ পিএম
মাদক সেবনের কথা স্বীকার করলেন শাহরুখপুত্র আরিয়ান

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

শনিবার (২ অক্টোবর) মুম্বাইয়ের কর্ডেলিয়া নামের একটি প্রমোদতরী থেকে তাকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি।

আজ রোববার প্রায় ৬ ঘণ্টা আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন। অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, এর আগে তিনি এমন কাজ কখনো করেননি।

এদিকে ছেলের জন্য শাহরুখ খান ইতিমধ্যে বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দিয়েছেন। তিনি এনসিবির দফতরে পৌঁছে গেছেন।

এনসিবি সূত্রে জানা গেছে, শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটও পরীক্ষা করা হচ্ছে। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন, সব কিছুই বিবেচনায় রাখছেন তদন্তকর্তারা। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। এখনো অব্দি বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়নি এনসিবি কর্তৃপক্ষ। শাহরুখ খানের পক্ষ থেকেও বক্তব্য আসেনি এখনো।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা। তার বিরুদ্ধে কোনও তথ্য পাওয়া গেলে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনে মামলা দায়ের হতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!