• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘বলি’ দেখা যাবে ৩ ডিসেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০১:৫০ পিএম
‘বলি’ দেখা যাবে ৩ ডিসেম্বর

ছেঁড়াদিয়া–বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন এক দ্বীপ, যেখানে চিংড়ি আর লবণের বাণিজ্যকেন্দ্র। এই দ্বীপের দখল যার হাতে, তারই কেল্লা ফতে। টাকা আর জমি দখলের কারবার যেখানে, সেখানে প্রভাব বিস্তারের রাজনীতি থাকবেই। এখানে টক্কর চলে দুই পরিবারের মধ্যে। বংশপরম্পরায় সেই পরিবারের যে হাল ধরে তার নাম হয় কোম্পানি। আর কোম্পানিদের প্রভাব বজায় রাখে–বলি, বল প্রয়োগে জমি দখলে রাখাই যাদের কাজ। এই কাজে তাদের বাধা দেওয়ার কেউ নেই। ছেঁড়াদিয়ায় নেই কোনো আইনের শাসন। ওখানে বন্দুকের নল থেকেই বের হয় ক্ষমতা। সেই ক্ষমতার টক্করে কে বাঁচে, কে মরে যায়; এমন কাহিনি নিয়েই নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘বলি’। ৭ পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন শঙ্খ দাশ গুপ্ত।

১৫ নভেম্বর সিরিজটির টিজার রিলিজ হয়। অসাধারণ ভিজ্যুয়াল, চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ অভিনয়শিল্পীদের লুক চলে আসে আলোচনার কেন্দ্রে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহেল মন্ডল, সালাহউদ্দিন লাভলু, ইরেশ জাকের, সোহানা সাবা, সাফা কবির, মৌসুমি মৌ, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা এবং নাসির উদ্দিন খান প্রমুখ।

শঙ্খ দাসগুপ্ত বলেন, “পরীক্ষার ফল বের হওয়ার আগে যেমন অনুভূতি হয়, সে রকম হচ্ছে। টিজার রিলিজ হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। আজ ট্রেইলার রিলিজ হয়েছে, আশা করি দর্শকেরা আমাদের পাশেই থাকবেন। এত দিনের পরিশ্রম অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। রিলিজের পর থেকে ‘বলি’ দর্শকদের প্রোপার্টি। সিরিজটি সবার ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।”

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত এই সিরিজটি। এমনটাই নিশ্চিত করেছেন সিরিজটির নির্মাতা।

Link copied!