• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

পর্দায় অনিল কাপুরের বাবা হয়ে আসছেন তৈমুর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ১১:২১ এএম
পর্দায় অনিল কাপুরের বাবা হয়ে আসছেন তৈমুর!

বলিপাড়ার চির তরুণ অনিল কাপুর। সময়ের সঙ্গে যেন তার বয়স কমেই চলেছে। অভিনয়-তারুণ্য দিয়ে কোটি ভক্তের হৃদয়ে বাস এ অভিনেতার। বলিউডের নতুন প্রজন্মের তারকাদের প্রত্যেকের প্রিয় অনিল। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। বরাবরের মতো তার তারুণ্য সবাই মুগ্ধ করে।

এবার চির তরুণ এই অভিনেতা পর্দাসঙ্গী হবেন সাইফ আলি খানের পুত্র, তৈমুর আলি খান। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই কথা বলেছেন অনিল। কিছুদিন আগে ‘কেস তো বনতা হ্যায়’ নামক একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। যে অনুষ্ঠানের সঞ্চালক আবার রীতেশ দেশমুখ।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তার বন্ধু কারা। সে প্রসঙ্গে অমিতাভ বচ্চন, সালমান খান, সঞ্জয় দত্তের মতো অনেকের নাম বলেন অভিনেতা। এমনকি রণবীর কাপুর, রণবীর সিংহর নামও রয়েছে সেই তালিকায়। তার সঙ্গে আর কার নাম যোগ করলেন অনিল, শুনলে চমকে যাবেন অনেকেই।

এ প্রসঙ্গে অনিল বলেন, “তৈমুরও আমার বন্ধু। আমরা একসঙ্গে অভিনয়ও করব। যেখানে আমার বাবার চরিত্রে দেখা যাবে তৈমুরকে।”

অনিলের এই উত্তর শুনে চারদিকে হাসির ফোয়ারা। ৬৫-র পিতা ৫! এর আগে এমন কি দেখা গিয়েছে কখনও?
 

Link copied!