• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কলকাতায় পুরস্কার জিতলেন জয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৭:৩৭ পিএম
কলকাতায় পুরস্কার জিতলেন জয়া

ওপার বাংলায় চুটিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। যার ফলাফলও পাচ্ছেন হাতেনাতে। কলকাতার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে

সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। রোববার (১৩ ফেব্রুয়ারি) জয়ার হাতে  পুরস্কার তুলে দেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।


প্রখ্যাত নির্মাতা অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন জয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরস্কার নেওয়ার ছবি শেয়ার করে জয়া লিখেছেন, “এই পুরস্কার দেওয়ার জন্য সন্মানিত বিচারকদের বিশেষভাবে ধন্যবাদ। এছাড়াও অতনুদা ও পুরো ‘বিনিসুতোয়’ টিমকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা। ”


এরআগে ভারতের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ারও পেয়েছেন জয়া আহসান। ২০১৮ সালে ‘বিসর্জন’ এবং ২০২১ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হন তিনি।
 

Link copied!