অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন জায়েদ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৪:৪২ পিএম
অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন জায়েদ খান

বিভিন্ন সময়ে অনলাইনে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অপপ্রচার করা হয়ে থাকে, যা তার ব্যক্তিমর্যাদাকে ক্ষুণ্ণ করছে। আর এ কারণে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ভুঁইফোড় অনলাইন পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।

জায়েদ খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন। ঘটনাটি আমলে নিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা। এখন ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন ডিবি সাইবার ক্রাইমের এডিসি মনিরুল ইসলাম।

এ ব্যাপারে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, “আমার নামে মাসখানেক ধরেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। যে কারণে আমি লিখিত অভিযোগ দিই। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি গুরুত্বসহ দেখছে। আমরা শিল্পী আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন।”

জায়েদ খান আরও বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ আমাদের নাম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এগুলো আমাদের জন্য মানহানিকর। শিল্পীদের বিরুদ্ধে কেউ যেন মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে, তাই লিখিত অভিযোগ করেছি।”

জানা গেছে, ইউটিউব চ্যানেল এমটি ওয়ার্ল্ড, দেশ বাংলা, সাদিয়া ও রাইমা ইসলাম শিমুসহ কয়েকজনের নামের অভিযোগ করেছেন জায়েদ খান।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!