• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মা হওয়ার পর মুটিয়ে গেছি: পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৬:৩২ পিএম
মা হওয়ার পর মুটিয়ে গেছি: পরীমনি
ছবি: সংগৃহীত

একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত সময় পার করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজ্যর এক বছর পূর্ণ উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছেলের জন্মদিনের আয়োজন করেছিলেন পরী। জন্মদিনের এই অনুষ্ঠানে নানা বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পরী।

অভিনয়ে আবার ফেরার প্রসঙ্গে পরীমনি বলেন,  “আগে ফিটফাট হয়ে নিই। এর পর কাজে নামব। মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।”

পরী আরও বলেন, কাজ তো করতেই হবে। কলকাতা-বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে।

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমনিকে একাই দেখা গেছে। ছেলের জন্মদিনের অনুষ্ঠানে অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি বাবা শরিফুল রাজকে।

তবে জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবা দুজনের দেওয়া পোশাকই পরেছে রাজ্য। পরীমনি বলেন,  “আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে এসেছে রাজ্য।”

Link copied!