২০২১ সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম। পর্দার সেই ওসি হারুন আবারও ফিরছেন।
গেল বছরের সেপ্টেম্বরেই ভারতীয় প্লাটফর্ম হইচই সিজন-৬ এর কন্টেন্ট ঘোষণায় ছিলো ‘মহানগর ২’ এর নাম। এবার এই সিরিজটি নিয়ে জানা গেলো নতুন তথ্য।
বাংলাদেশি তুমুল জনপ্রিয় সিরিজ ‘মহানগর’ এর অন্তিম পর্বটি দর্শক দেখতে পারবেন আসন্ন ঈদুল ফিতরে। হইচই বাংলাদেশের পক্ষে বুধবার (১৮ জানুয়ারি) এমনটাই জানানো হয়েছে।
২০২১ সালে ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।
আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করলো হইচই। বুধবার সন্ধ্যায় তারা জানায়, আসছে ঈদুল ফিতরে ‘মহানগর’ এর অন্তিম পর্ব দেখবেন দর্শক। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিম থাকছেন। তবে এছাড়া আর কারা অভিনয় করবেন, এ বিষয়ে কিছু জানায়নি হইচই।
‘মহানগর’-এর প্রথম কিস্তিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা,নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।