• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

৫৮-তে পা রাখলেন তৌকির আহমেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৪:৪৩ পিএম
৫৮-তে পা রাখলেন তৌকির আহমেদ
তৌকির আহমেদ। ছবিঃ সংগৃহীত

তিন দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে তার অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। এক দশক ধরে নির্মাতা হিসেবেও মুনশিয়ানার প্রমাণ রেখেছেন তিনি। সর্বশেষ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা দিয়ে তিনি রাঙিয়ে দিয়েছেন দর্শকের মন। তিনি আর কেউ নন, তিনি হলেন দেশের বিনোদন জগতের প্রিয়মুখ তৌকীর আহমেদ। আজ এই অভিনেতা-পরিচালকের ৫৮তম জন্মদিন। ১৯৬৬ সালের ৫ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন।

তিনি গত শতকের আটের দশকের শেষের দিকে দেশের নাটক ইন্ডাস্ট্রিতে অভিনয় জীবনের শুরু করেন। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি সমান জনপ্রিয়। তিনি লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চনাটক পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ এবং নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা করে  নাট্য ও চলচ্চিত্র পরিচালনা শুরু করেন।  ২০০০ সালের পর থেকে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’ ছিলো তার পরিচালিত প্রথম সিনেমা। যার মাধ্যমে তিনি ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার দেওয়া হয়। এছাড়া তার পরিচালিত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পায় এবং পুরস্কার লাভ করে। তিনি লেখক হিসেবেও পরিচিত।

তৌকীর আহমেদ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি স্থাপত্য কলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

থেকে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে ভালোবেসে আরেক নন্দিত মডেল, অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতকে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবন আলোকিত করে রেখেছে এক কন্যাসন্তান।

Link copied!