বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে আবারও জমে উঠেছে গুঞ্জন। শীতকালীন ত্বক সুরক্ষা পণ্যের নতুন একটি বিজ্ঞাপনে তাকে দেখা যাবে—এ খবর প্রকাশ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি উঠেছে, নতুন এই বিজ্ঞাপনের জন্য শাকিব খান নাকি সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যদিও এত বড় অঙ্কের দাবি দ্রুত ভাইরাল হলেও—এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের কাছ থেকে এখনো কোনো আধিকারিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞাপনের নির্মাতা প্রখ্যাত পরিচালক আদনান আল রাজীবও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং ইতোমধ্যে ঢাকায় শেষ হয়েছে। খুব শিগগিরই এটি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হবে।
গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল—শাকিব খান ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি থেকে সরে দাঁড়িয়েছেন। সেই আলোচনার মধ্যেই নতুন বিজ্ঞাপনের কথা প্রকাশ পাওয়ায় গুঞ্জন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।
শিল্প–বিনোদনাঙ্গনের সূত্র বলছে, আগামী দিনগুলোতে শাকিব খানকে নিয়মিতভাবে বিভিন্ন ব্র্যান্ডের টিভিসি, ফটোশুট ও প্রচারণায় দেখা যাবে।
অন্যদিকে, বড় পর্দায়ও শাকিবের ব্যস্ততা বাড়ছে। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘সোলজার’–এর শুটিং শুরু করেছেন। পরিচালক সাকিব ফাহাদ ভিডিও বার্তার মাধ্যমে শুটিং শুরুর খবর নিশ্চিত করেছেন। ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিশা, এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।
নতুন বিজ্ঞাপন, গুঞ্জন আর নতুন সিনেমা—সব মিলিয়ে শাকিব খানকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন চরমে।


































