• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রথমবারের মতো ছেলেকে সামনে আনলেন পরিণীতি–রাঘব দম্পতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৫:৩৬ পিএম
প্রথমবারের মতো ছেলেকে সামনে আনলেন পরিণীতি–রাঘব দম্পতি

বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার বিয়ে এবং তাদের সংসার নিয়ে ভক্তদের কম আগ্রহ নেই। গত মাসেই পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারা। আর এবার তাদের পুত্রসন্তানকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জন্মের প্রায় এক মাস পর ছেলের নাম ও প্রথম ঝলক প্রকাশ করে অপেক্ষার অবসান ঘটাল জনপ্রিয় এই দম্পতি।

ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, গত ২০ অক্টোবর প্রথম সন্তানের জন্ম হয় পরিণীতি–রাঘব দম্পতির ঘরে। সেইদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সুখবর জানিয়ে লিখেছিলেন অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। প্রথমে আমরা একজন অন্য জনের জন্য ছিলাম, এখন আমাদের দুজনের সবকিছুই রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (১৯ নভেম্বর) ইনস্টাগ্রামে ছেলের প্রথম ঝলক শেয়ার করেছেন এই তারকা-জুটি। ছবিতে ছোট্ট নীরের মুখ না দেখিয়ে দেখানো হয়েছে তার ছোট্ট দুটি পা। এক ছবিতে বাবা-মা স্নেহভরে সেই পায়ে চুমু দিচ্ছেন, আরেকটিতে তাকে দ হাত দিয়ে আগলে রেখেছেন।একই পোস্টে ছেলের নামও জানান পরিণীতি। ক্যাপশনে তারা লেখেন, “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম— তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’।”

নাম ঘোষণার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছে তাদের সোশ্যাল মিডিয়া। গওহর খান, ভারতী সিং, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, হোমা কুরেশি সহ একাধিক তারকা মন্তব্যে জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!