বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দেশে বসেই আন্তর্জাতিক ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশগামী বিমানের টিকিট কিনতে পারবেন। ভ্রমণকারীদের সুবিধা বাড়ানো এবং টিকিটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এই নতুন নীতিমালা জারি করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, যেসব যাত্রী বৈধ ভিসাধারী, তারা এখন থেকে দেশে কার্যরত বিদেশি ও দেশি এয়ারলাইনসগুলোর কাছ থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন।
এর আগে আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশ ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহারের অনুমতি ছিল। দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক যাত্রী প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কিনতে না পারায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছিল। নতুন নীতিমালা সেই সমস্যার সমাধান দেবে বলে আশা করা হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, টিকিট বিক্রির টাকার নিষ্পত্তি অবশ্যই বাংলাদেশের এডি ব্যাংকগুলোর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করতে হবে। এই লেনদেন বৈদেশিক মুদ্রা আয়ের আওতায় হিসাবভুক্ত হবে, যা ব্যাংকিং চ্যানেলে ডলার প্রবাহ আরও স্বচ্ছ করবে।
নতুন নিয়মে ভ্রমণ কোটার আওতায় ইস্যু করা আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর সমপরিমাণ অর্থ কার্ডে আবার রিফিল করার সুযোগ থাকবে। তবে এডি ব্যাংক নিশ্চিত হওয়ার পরই রিফিল করা যাবে—যে টিকিট বিক্রির অর্থ দেশে আনুষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে।
এয়ারলাইনসগুলোকে টিকিট বিক্রির অর্থ এডি ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখারও অনুমতি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, এই অ্যাকাউন্টে জমা উদ্বৃত্ত অর্থ টাকায় রূপান্তর না করেই বিদেশে রেমিট করা যাবে।
এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ দেশের টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করবে। পাশাপাশি দেশি–বিদেশি টিকিট বিক্রয় চ্যানেলের ভাড়ার বৈষম্যও কমে আসবে, আর বৈদেশিক মুদ্রার ওপর নজরদারি আরও শক্তিশালী হবে।






























