• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে: জিতু কামাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:৫৭ এএম
মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে: জিতু কামাল

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু কামাল স্টার জলসার সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে চলমান সংঘাত ও মনোমালিন্যের জেরেই মাঝপথে এই কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি।

টালিপাড়ায় গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই। সেই গুঞ্জন সত্য প্রমাণ করে গতকাল (মঙ্গলবার) সিরিয়ালটির প্রযোজক শ্রীকান্ত মোহতার উপস্থিতিতে বিবদমান দুই অভিনেতা-অভিনেত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বৈঠকের পরপরই জিতু কামাল সিরিয়ালটি ছাড়ার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, শুটিং সেটে দিতিপ্রিয়া রায়ের সময়ানুবর্তিতা নিয়েই মূলত সমস্যার সূত্রপাত। জিতুর অভিযোগ, দিতিপ্রিয়া প্রায়ই তার নির্ধারিত ‘কলটাইম’-এর অনেক পরে সেটে আসতেন।

ঘটনার দিনও দিতিপ্রিয়ার জন্য জিতুকে মেকআপ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সহকর্মীর এমন অপেশাদার আচরণে চরম বিরক্তি প্রকাশ করেন অভিনেতা। একপর্যায়ে তিনি সেট ছেড়ে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, সেই মুহূর্ত থেকেই এই দুই তারকার সম্পর্কের চরম অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত জিতুর সিরিয়াল ছাড়ার সিদ্ধান্তে গড়ায়।

যদিও জিতু কামাল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে ইনস্টাগ্রামে এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা।

ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম উল্লেখ না করে ক্ষোভ উগরে দিয়ে জিতু লিখেছেন, ‘ধন্যবাদ, দারুণ অভিজ্ঞতার জন্য। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের শুরু। মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।’

নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, এই ‘অভিশপ্ত জীবন’-এর বার্তাটি তার সহ-অভিনেত্রী দিতিপ্রিয়ার উদ্দেশ্যেই দেওয়া। আপাতত এই আকস্মিক পটপরিবর্তনে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!